নিরাপদে ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারে গুগল যে ৬ পরামর্শ দিয়েছে

প্রথম আলো প্রকাশিত: ০১ জুন ২০২৪, ২০:২৪

অনেকেই হাতের মুঠোয় থাকা স্মার্টফোনের মাধ্যমে নিয়মিত ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ করেন। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নানা ধরনের প্রতারণার ঘটনাও ঘটছে হরহামেশা। আর তাই বাস্তব জগতের মতো অনলাইন পরিসরেও এখন নিরাপদ থাকা গুরুত্বপূর্ণ। ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারের সময় সাইবার হামলা ও প্রতারণা থেকে নিজেদের নিরাপদ রাখতে ছয়টি পরামর্শ দিয়েছে গুগল। গুগলের পরামর্শগুলো জেনে নেওয়া যাক।


১. একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার না করা
সহজে মনে রাখার জন্য অনেকেই ই-মেইলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করেন। কিন্তু একই পাসওয়ার্ড বিভিন্ন অ্যাকাউন্টে ব্যবহার করলে হ্যাক হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই সব অ্যাকাউন্টে আলাদা পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল। এমনকি পাসওয়ার্ড ভুলে যাওয়ার আশঙ্কা থাকলে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারের পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও