সাইবার হামলা চালিয়ে সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি বিটকয়েন চুরি
প্রথম আলো
প্রকাশিত: ০১ জুন ২০২৪, ২০:২১
দামের ঊর্ধ্বগতির কারণে অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়মিত ভার্চ্যুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেন। আর এ জন্য বিভিন্ন দেশে গড়ে উঠেছে ক্রিপ্টো এক্সচেঞ্জ। সম্প্রতি জাপানের ক্রিপ্টো এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ডিএমএম বিটকয়েনে বড় ধরনের সাইবার হামলা চালিয়ে বিপুলসংখ্যক বিটকয়েন (ভার্চ্যুয়াল মুদ্রা) চুরি করেছে হ্যাকাররা। প্রতিষ্ঠানটির তথ্যমতে, হ্যাকাররা সাড়ে চার হাজারের বেশি বিটকয়েন চুরি করেছে।
এসব বিটকয়েনের দাম ৩০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বা প্রায় ৩ হাজার ৬০৩ কোটি টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১১৭ টাকা ধরে)।