![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-06%252F6d0699ba-7688-4b37-b864-f71f94c546e2%252FElection__Modi_Gandhi_.jpg%3Frect%3D0%252C0%252C1600%252C1067%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
বুথফেরত জরিপের ফলাফল কতটা সঠিক হয়
প্রথম আলো
প্রকাশিত: ০১ জুন ২০২৪, ১৯:৩৫
ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম; অর্থাৎ শেষ দফার ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। তবে শেষ দফার ভোট শেষ হওয়ার আগেই বুথফেরত জরিপ নিয়ে শুরু হয়েছে আলোচনা। নির্বাচনের ফলের আভাস পেতে বুথফেরত জরিপ গুরুত্বপূর্ণ। এর আগে ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বুথফেরত জরিপ আর ভোটের প্রকৃত ফলাফলের সঙ্গে বাস্তবে কতটা মিল ছিল, সেটাও এখন আলোচনায় আসছে।
ভারতে লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনে সরাসরি ভোট হয়। আগামী মঙ্গলবার (৪ জুন) নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা। তবে বুথফেরতের জরিপের ফলাফল আসতে শুরু করবে আজ সন্ধ্যা থেকে। ভোট গ্রহণ শেষ হওয়ার আধা ঘণ্টা পর; অর্থাৎ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে বুথফেরত জরিপের ফলাফল দেশি-বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে সরাসরি সম্প্রচার শুরু হবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ফলাফল
- সঠিক
- বুথ