টি ২০ বিশ্বকাপ: কোন পর্যন্ত যাবে ভারত-পাকিস্তান, কী বললেন সৌরভ
যুগান্তর
প্রকাশিত: ০১ জুন ২০২৪, ১২:৫১
আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। শনিবার (১ জুন) থেকে নিউ ইয়র্কে শুরু হতে যাচ্ছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। মোট ২০ দল খেলবে এবার। ইতোমধ্যে সব দল যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে। সর্বশেষ পাকিস্তান দলও যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে। এর আগে গত ২১ মে রাহুল দ্রাবিড়ের সঙ্গে নিউ ইয়র্কের বিমানে উঠেন রোহিত শর্মারা।
ভারতের প্রথম ম্যাচ ৫ জুন, নিউ ইয়র্কে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। যদিও সব নজর এখন থেকেই টেনে নিয়েছে ৯ জুনের ম্যাচ। কারণ ওই দিন আমেরিকার মাটিতে মুখোমুখি হবে ক্রিকেট দুনিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী, ভারত ও পাকিস্তান।
টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এ নিয়ে ভয়েস অফ আমেরিকা কথা বলেছে ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাবেক প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে।