অনলাইনে গেম খেলার সুযোগ সবার জন্য উন্মুক্ত করল ইউটিউব
প্রথম আলো
প্রকাশিত: ৩১ মে ২০২৪, ২০:৩৭
ভিডিও দেখার পাশাপাশি অনলাইনে গেম খেলার সুযোগ দিতে নিজেদের ‘প্লেঅ্যাবলস’ সুবিধা সবার জন্য উন্মুক্ত করেছে ইউটিউব। নতুন এ সুবিধা চালুর ফলে স্মার্টফোন বা কম্পিউটারে ইনস্টল না করেই অনলাইনে বিভিন্ন গেম খেলতে পারবেন ইউটিউব ব্যবহারকারীরা। এত দিন নির্দিষ্ট দেশে বসবাসকারী অর্থের বিনিময়ে ইউটিউব প্রিমিয়াম অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এ সুবিধা পেতেন।
ইউটিউবের তথ্যমতে, গত বছরের নভেম্বরে চালু হওয়া ‘প্লেঅ্যাবলস’ সুবিধায় মাত্র ৩০টি আর্কেড ঘরানার গেম খেলা গেলেও বর্তমানে ‘অ্যাংরি বার্ডস: শোডাউন’, ‘ট্রিভিয়া ক্রাক’,‘কাট দ্য রোপ’সহ ৭৫টির বেশি গেম যুক্ত করা হয়েছে। ইউটিউবের ওয়েবসাইটের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ ব্যবহার করেও এসব গেম খেলা যাবে।