দেড় লাখ কোটি নতুন তারার সন্ধান, পৃথিবী থেকে কত দূরে আছে, জানেন
প্রথম আলো
প্রকাশিত: ৩১ মে ২০২৪, ১৭:৫১
ভাবুন তো, সন্ধ্যারাতে পদ্মাপাড়ে বসে আছেন আপনি। হাতের কাছে থাকা শখের টেলিস্কোপ নিয়ে মহাকাশের সৌন্দর্য উপভোগ করার সময় হঠাৎ করেই নতুন কোনো তারা আবিষ্কার করে ফেললেন আপনি। কেমন লাগবে? নিশ্চিতভাবে বলা যায়, নতুন তারার খোঁজ পেয়ে ভীষণ আনন্দ লাগবে আপনার। এবারে এমন একদল বিজ্ঞানীর কথা ভাবুন তো, যাঁরা একসঙ্গে দেড় ট্রিলিয়ন বা দেড় লাখ কোটি (এক ট্রিলিয়ন সমান এক লাখ কোটি) নতুন তারার খোঁজ পেয়েছেন। শুনতে অবাক লাগলেও যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার একদল বিজ্ঞানী ইউক্লিড স্পেস টেলিস্কোপ ব্যবহার করে সত্যি সত্যিই বিপুলসংখ্যক নতুন তারার সন্ধান পেয়েছেন।
এসব তারা থেকে বিচ্ছুরিত আলোর পরিমাণ তেমন বেশি নয়। পৃথিবীতে অন্ধকার রাতে আকাশে যেমন তারার আভা দেখা যায়, তার চেয়ে ১০ হাজার গুণ কম আভা ছড়ায় এসব তারা।