২০২৪ সালে বিশ্বের সেরা এয়ারলাইনসের স্বীকৃতি পেল কারা
প্রথম আলো
প্রকাশিত: ৩১ মে ২০২৪, ১৭:০০
উড়োজাহাজে আপনি যখন দীর্ঘ যাত্রা করতে চাইবেন, তখন এ নিশ্চয়তা নেই যে ফ্লাইটটি বিলম্বে ছাড়বে না, আপনার জরুরি ব্যাগটা হারানো যাবে না বা পাশে বসা যাত্রীটি দুঃস্বপ্নের সঙ্গী হয়ে উঠবেন না। কিন্তু আপনার আস্থায় থাকা কোনো ব্র্যান্ডের এয়ারলাইনস বেছে নেওয়ার পর ত্রুটি হলে, অস্বস্তি কিছুটা কমতেই পারে।
কাতার এয়ারওয়েজে যাত্রাও যে সব সময় প্রত্যাশা অনুযায়ী হয়, তেমনটা নয়। এই তো, গত রোববারই মাঝ আকাশে এই এয়ারলাইনসের একটি উড়োজাহাজে তীব্র ঝাঁকুনিতে ১২ জন আহত হন। যাত্রীবাহী উড়োজাহাজটি কাতারের রাজধানী দোহা থেকে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন যাচ্ছিল। পরে ডাবলিনে সেটি অবতরণ করলে জরুরি সেবা বিভাগের কর্মী, বিমানবন্দরের পুলিশ এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারীরা আহত ব্যক্তিদের উদ্ধার করেন।