দেশীয় সংগীতে মুজিব পরদেশী এক অবিচ্ছেদ্য নাম। কোটি মানুষের হৃদয়ে তার গান গত চার দশক ধরে জয় করে আছে। এবার লিভিং রুম সেশান এ লোকগানের এ কিংবদন্তীশিল্পী।
তার কণ্ঠে প্রখ্যাত গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমানের অনবদ্য সৃষ্টি ‘মন তোরে পারলামনা বোঝাইতে’ গানটির নতুন সংগীতায়োজন করলেন পাভেল আরিন। বৃহস্পতিবার গানটি প্রকাশ করা হয় টাইমজোন নিবেদিত লিভিং রুম সেশানের ইউটিউব চ্যানেলে।