মিনিমাইজড ইন অ্যাপ ক্রোম ট্যাবে মাল্টিটাস্ক এখন আরও সহজ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩১ মে ২০২৪, ১৫:৪৭
মোবাইলে কোনো কাজ করার সময় অ্যাপের মধ্যে থেকে একটি লিংক চালু করতে হলে কাজটি বাধার মুখোমুখি হয়। আর অনেক সময় কাজ থেকে মনোযোগও উঠে যেতে পারে।
তবে, এখন ক্রোম ব্রাউজারের নতুন আপডেটের মাধ্যমে এমন পরিস্থিতি এড়ানো যেতে পারে।
জিমেইলের ভেতরে একটি লিংকে চাপ দিলে অথবা অ্যাপের মধ্যে ক্রোমের একটি ট্যাব চালু করলে, ব্রাউজারের পৃষ্ঠার কোণায় ‘ক্লোজ’ বা ‘x’ বোতামের পাশে ‘শেভরন’ আইকনে চাপ দিয়ে, মিনিমাইজ করা যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ক্রোম ব্রাউজার
- মাল্টিটাস্কিং