তামাককে না বলতেই হবে
প্রথম আলো
প্রকাশিত: ৩১ মে ২০২৪, ১৫:৩২
তামাক সহজলভ্য নেশাদ্রব্য। এ নেশায় বিশ্বের অগণিত মানুষ আসক্ত। কেউ আসক্ত সিগারেটে, কেউ জর্দায়, কেউবা বিড়ি, গুল, সাদা পাতা কিংবা ই-সিগারেটে। আজ ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। এ বছরের আলোচ্য বিষয়, ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে তামাককে না বলতেই হবে।
নতুন প্রজন্ম সিসা, ই-সিগারেটে আসক্ত। বলা হচ্ছে, বিশ্বে ৩৫ মিলিয়নের বেশি ১৩ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে এ নেশা ঢুকে গেছে। ক্ষতিকর এ নতুন নেশাকে নিরাপদ ভেবে গ্রহণ করছে দেশের যুবসমাজ। এ ছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ধোঁয়াহীন তামাক (যেমন জর্দা, গুল, সাদা পাতা) সেবন ভয়াবহ আকার ধারণ করেছে। নীরব ঘাতক তামাক তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না করলেও ধীরে ধীরে ভয়ানক হয়ে ওঠে। অস্বাভাবিক মৃত্যুর প্রায় এক–তৃতীয়াংশের কারণ তামাকজনিত জটিলতা।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- তামাকমুক্ত দিবস