‘স্কোয়াডে একজন পেস বোলিং অলরাউন্ডারের দরকার ছিল’
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩০ মে ২০২৪, ২১:০১
একজন পেস বোলিং অলরাউন্ডার অন্য যে কোনো দলের সঙ্গে মূল পার্থক্যটা গড়ে দেয়। একদিকে বল হাতে দুর্দান্ত পারফম্যান্স দেখাবেন, অন্যদিকে ব্যাট হাতেও মারমুখি হয়ে উঠবেন। এমন একজন পেস বোলিং অলরাউন্ডার ছিলেন সাইফউদ্দিন। বিপিএলের শেষ দিকে এসে ফরচুন বরিশালের শিরোপা জয়ে মূল ভূমিকা রেখে আলোচনায় আসেন।
কিন্তু জিম্বাবুয়ে সিরিজে একটু খরুচে হয়ে পড়েছিলেন। যে কারণে শুরুতে বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও পরে তাকে বাদ দেয়া হয়। অথচ, মাত্র কিছুদিন আগে নির্বাচক কমিটি থেকে বাদ পড়া হাবিবুল বাশার সুমনের অনুভব, দলে একজন পেস বোলিং অলরাউন্ডার থাকা খুব প্রয়োজন ছিল। সুমন নির্দিষ্টভাবে সাইফউদ্দিনের কথাই বলেছেন।