You have reached your daily news limit

Please log in to continue


আর্চারের সঙ্গে একই ম্যাচে খেলতে সমস্যা দেখেন না উড

গতির দিক দিয়ে দুজন প্রায় একই ধরনের বোলার। এর বাইরে আবার দুজনই বেশ চোটপ্রবণ। তবে তাঁর ও জফরা আর্চারের একসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে কোনো বাধা দেখেন না মার্ক উড। ২০১৯ বিশ্বকাপের মতো এবারও আর্চারের সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনায় বরং রোমাঞ্চিত তিনি।

ক্রমাগত ফিরে আসা চোট কাটিয়ে অবশেষে আবার জাতীয় দলে ফিরেছেন আর্চার। পাকিস্তানের বিপক্ষে এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলেছেন এই ফাস্ট বোলার। উড ও আর্চার—দুজনই আছেন ইংল্যান্ডের বিশ্বকাপ দলে।

প্রায় ১৪ মাস পর ফিরে পাকিস্তানকে ২৩ রানে হারানো ম্যাচে ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন আর্চার। এর মধ্যে প্রথম ওভারেই ১৫ রান দিয়েছিলেন। আর্চারের ফিরে আসা প্রসঙ্গে উড বলেছেন, ‘জফরার একটা দিক হলো, সে সব সময়ই ম্যাচে থাকে। (এজবাস্টনে) কঠিন ওই ওভারটি করেছিল সে। ইনিংসের ষষ্ঠ ওভার সব সময়ই কঠিন। পাওয়ারপ্লের শেষ ওভার বলে ব্যাটাররা বেশি রান তুলতে চায়। আমি নিশ্চিত, সে স্নায়ুচাপে ভুগছিল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন