এপ্রিলে সারাবিশ্বে টয়োটার উৎপাদন-বিক্রি কমেছে
ডেইলি স্টার
প্রকাশিত: ৩০ মে ২০২৪, ২০:৩৭
গত এপ্রিলে সারাবিশ্বে জাপানের শীর্ষ গাড়ি তৈরির প্রতিষ্ঠান টয়োটার উৎপাদন ও বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে সারাবিশ্বে টয়োটার বিক্রি শূন্য দশমিক পাঁচ শতাংশ কমেছে।
বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার চীনে টয়োটার বিক্রি কমেছে ২৭ শতাংশ এবং নিজ দেশ জাপানে কমেছে ১৪ শতাংশ।
টয়োটা মোটরস সংবাদ সংস্থাটিকে জানিয়েছে, ব্যাপক প্রচারণা সত্ত্বেও চীনে গাড়ি বিক্রি কমেছে।
চীনের গাড়ির দামের সঙ্গে জাপানি গাড়ির দামের পার্থক্য, টয়োটার কয়েকটি মডেলের উৎপাদন বন্ধ ও গাড়ির নিরাপত্তাজনিত সমস্যা টয়োটা গাড়ি বিক্রিতে প্রভাব ফেলছে।