আকাশে মেঘ থাকলেও স্পষ্ট ছবি তুলছে যে স্যাটেলাইট

প্রথম আলো প্রকাশিত: ৩০ মে ২০২৪, ২০:৩৬

মেঘের কারণে বেশির ভাগ সময়ই পৃথিবীর দুই-তৃতীয়াংশ আকাশ ঢাকা থাকে। এর ফলে প্রচলিত স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর সব জায়গার ছবি ভালোভাবে তুলতে পারে না। এ সমস্যা সমাধানে সিনথেটিক অ্যাপারচার রাডার (এসএআর) প্রযুক্তির স্যাটেলাইট তৈরি করেছে আইসাই ও কাপেলা স্পেস নামের দুটি প্রতিষ্ঠান। এসব স্যাটেলাইট রাডার সিগন্যালের প্রতিধ্বনি পাঠিয়ে মেঘের মধ্য দিয়ে ভূপৃষ্ঠের সর্বশেষ অবস্থার ছবি সংগ্রহ করতে পারে। এর ফলে আকাশে মেঘ থাকলে বা দাবানলের ধোঁয়ায় আকাশ ঢেকে গেলেও ঠিকই ভালো মানের ছবি তুলতে পারে নতুন প্রযুক্তির স্যাটেলাইটগুলো।


এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক হলি জর্জ স্যামুয়েলস জানিয়েছেন, এসএআর প্রযুক্তির স্যাটেলাইট দিনে বা রাতে উচ্চ রেজল্যুশনের ছবি তুলতে পারে। এমনকি আকাশে মেঘ থাকলে বা বৃষ্টির সময়ও দারুণ ছবি তুলতে পারে এসব স্যাটেলাইট। প্রচলিত স্যাটেলাইট থেকে অপটিক্যাল ইমেজ পাওয়া গেলেও এসব স্যাটেলাইটে উচ্চ রেজল্যুশনের ছবি পাওয়া যাচ্ছে। এর ফলে ঘাসের মধ্য দিয়ে হেঁটে যাওয়া ভেড়ার চলাচলের রাস্তা পর্যন্ত স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায়।




সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও