![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2024May/birangana-drama-290524-01-1717040262.jpg)
শততম পরিবেশনা নিয়ে মঞ্চে ‘কহে বীরাঙ্গনা’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ মে ২০২৪, ১৯:৫৪
নাট্যদল মণিপুরি থিয়েটার ‘কহে বীরাঙ্গনা’ নাটকের শততম প্রদর্শনী নিয়ে আসছে ঢাকার মঞ্চে।
জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে শুক্রবার সন্ধ্যা ৭টায় নাটকটির এই বিশেষ প্রদর্শনী হবে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় একই মিলনায়তনে হবে এ নাটকের ৯৯তম প্রদর্শনী।
- ট্যাগ:
- বিনোদন
- নাটক মঞ্চায়ন