‘ঘুড়ি’ গানের শ্রোতাদের জন্য নতুন অভিজ্ঞতা

ডেইলি স্টার প্রকাশিত: ৩০ মে ২০২৪, ১৯:৫১

লুৎফর হাসানের গাওয়া শ্রোতাপ্রিয় 'ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো' গানটি লিখেছিলেন সোমেশ্বর অলি। গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছে। 'ঘুড়ি' গান প্রকাশের পর কেটে গেছে এক যুগ। এই এক যুগ পরের ভাবনা নিয়ে সোমেশ্বর অলি আবার লিখেছেন এই সিরিজের চতুর্থ গান 'মিছিল আমাকে এখনও টানে'।


এই সিরিজের প্রথম গান ছিল 'ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো', দ্বিতীয় গান 'আমার আকাশ পুরোটাই', তৃতীয় গান ছিল 'খরচাপাতির গান'।


এ বিষয়ে লুৎফর হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘুড়ি চিরকালই আমার কাছে নিখাদ এক আবেগের গান৷ ব্যক্তিগতভাবে যে জায়গায় দাঁড়িয়ে আছি, কিংবা আমার আজকের যেটুকু পথচলা, তা তৈরি করে দিয়েছে এই গান।'


তিনি বলেন, 'ফলে ঘুড়ির গীতিকার সোমেশ্বর অলির কাছে আমার অশেষ ঋণ। ঘুড়ির গল্প ছিল মূলত আমাদের তিন বন্ধুর যাপিত জীবনের গল্প। তাই এই যুগপূর্তির নতুন গানটি শ্রোতাদের নতুন অভিজ্ঞতা দেবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও