অর্ধ শতাধিক পণ্যের শূন্য শুল্ক প্রত্যাহার হতে পারে
প্রথম আলো
প্রকাশিত: ৩০ মে ২০২৪, ১৯:৪৬
শূন্য শুল্কের কিছু পণ্যে আগামী ২০২৪-২৫ অর্থবছর থেকে ১ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপ হতে পারে। বর্তমানে খাদ্যপণ্যসহ অত্যাবশ্যকীয় ও জীবন রক্ষাকারী পণ্য আমদানির ক্ষেত্রে কোনো ধরনের শুল্ক নেই। বর্তমানে এ ধরনের ৩২৯টি পণ্য আমদানিতে আমদানিকারকদের কোনো ধরনের আমদানি ও সম্পূরক শুল্ক দিতে হয় না। এই তালিকায় আছে খাদ্যপণ্য, সার, গ্যাস, ওষুধ, শিল্পের কাঁচামাল, কৃষি উপকরণ ইত্যাদি।
আগামী বাজেটে ওই তালিকার ১০-১৫ শতাংশ পণ্যের আমদানির ক্ষেত্রে ন্যূনতম ১ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপ করা হতে পারে। সেই হিসাবে অর্ধশতাধিক পণ্যের ওপর এই শুল্ক বসার সম্ভাবনা রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।