‘টাইম হ্যাকিংয়ে’ ফেরত আনা হল ৩০ লাখ ডলারের বিটকয়েন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ মে ২০২৪, ১৮:২১
পাসওয়ার্ড ভেঙে ফেলার মাধ্যমে ১১ বছর ধরে এক ক্রিপ্টো ওয়ালেটে আটকে থাকা ৩০ লাখ ডলারের বিটকয়েন পুনরুদ্ধার করেছেন নিরাপত্তা গবেষকরা।
৪৩.৬ বিটকয়েনের এক এনক্রিপ্ট করা ফাইল হ্যাকিংয়ের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল হ্যাকার কমিউনিটির কাছে ‘কিংপিন’ নামে পরিচিত তড়িৎ প্রকৌশলী জো গ্র্যান্ড’কে, যা ওই ফাইলে আটকে ছিল ২০১৩ সাল থেকে।
ক্রিপ্টোমুদ্রাগুলো ‘রোবোফর্ম’ নামের ‘র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর’-এর তৈরি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত ছিল। তবে, এর পাসওয়ার্ড অনেক আগেই হারিয়ে গেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
- ট্যাগ:
- প্রযুক্তি
- বিটকয়েন
- পুনরুদ্ধার