জেনে নিন অ্যান্ড্রয়েড-এ অ্যাপ বন্ধ করার ‘সঠিক’ নিয়ম
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ মে ২০২৪, ১৪:০৪
অনেক সময়ই একটি অ্যাপ বন্ধ করার উপায় হিসেবে ফোনের ব্যাক বাটন বার বার চাপেন ব্যবহারকারীরা। এতে করে অ্যাপটি স্ক্রিন থেকে সরে গেলেও পুরোপুরি বন্ধ হয়ে যায় না, ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে।
সঠিকভাবে একটি অ্যাপ বন্ধ না করলে, বা ‘ক্লোজ অল’ অপশনটি ব্যবহার না করলে অ্যাপটি ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। তবে, একটি অ্যাপ বন্ধ করাও অ্যান্ড্রয়েডে অনেক সহজ কাজ। পাশপাশি, ফোনের বিভিন্ন ছোট সমস্যাও দূর করা যায় অ্যাপ বন্ধ করার মাধ্যমে। উদাহরণ হিসেবে, একটি অ্যাপ ‘আনরেসপন্সিভ’ হয়ে গেল বা ‘হ্যাং’ হয়ে গেলে, অ্যাপটি বন্ধ করার মাধ্যমে ওই পরিস্থিতি এড়ানো সম্ভব। এ ছাড়া, অ্যাপ বন্ধ করে ফেললে ফোনের ব্যাটারি ও র্যামের ব্যবহারও কম থাকে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিস।
- ট্যাগ:
- প্রযুক্তি
- অ্যান্ড্রয়েড
- অ্যাপ
- বন্ধ