জনপ্রিয়তা ও শৈল্পিক প্রশংসা নিয়ে ‘কহে বীরাঙ্গনা’র শততম প্রদর্শনী

প্রথম আলো প্রকাশিত: ৩০ মে ২০২৪, ১২:৩৮

মণিপুরি থিয়েটারের ‘কহে বীরাঙ্গনা’ নাটকটি দেখে অবাক হয়েছি! মানসম্পন্ন এবং চমৎকার কাজ। যিনি পারফরম্যান্স করলেন, আমার মনে হয়, পৃথিবীর যেকোনো জায়গায়, যেকোনো নাট্যোৎসবে আমরা যত শক্তিমান অভিনেত্রী দেখেছি, তিনি তাঁদের মধ্যে অন্যতম! ২০১৫ সালে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন উপমহাদেশের খ্যাতনামা নাট্যব্যক্তিত্ব ভারতের ‘ন্যাশনাল স্কুল অব ড্রামা’র সাবেক চেয়ারম্যান রতন থিয়াম। সেবার তিনি মণিপুরি-অধ্যুষিত কমলগঞ্জে গিয়ে দেখেছিলেন ‘কহে বীরাঙ্গনা’। রতন থিয়ামের মতো ‘কহে বীরাঙ্গনা’য় মুগ্ধ হয়েছেন অনেক থিয়েটার অনুরাগী, বিদগ্ধজন। মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ থেকে নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা।


দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও ভারতের আসাম, ত্রিপুরায় এ নাটকের মঞ্চায়ন হয়েছে। দেখতে দেখতে শততম প্রদর্শনীর সামনে দাঁড়িয়ে নাটকটি। আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে ৯৯তম প্রদর্শনী। আগামীকাল একই সময় ও স্থানে হবে নাটকটির শততম প্রদর্শনী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও