স্বাস্থ্যকর সম্পর্কের এই ১০ বৈশিষ্ট্যের কতগুলো আপনার ভেতর আছে, মিলিয়ে নিন
প্রথম আলো
প্রকাশিত: ৩০ মে ২০২৪, ১১:০৬
টাকার প্রশ্ন এলেই আমাদের সবার একটাই অভিযোগ, টাকাও কি উদ্বায়ী পদার্থ? নইলে মাসের শুরুর এত টাকা মাস শেষ হওয়ার আগেই কীভাবে ফুড়ুত হয়ে যায়? তো টাকার সঙ্গে এই শত্রুতা দূর করে, টাকাকে বন্ধু বানানোর কি কোনো উপায় আছে? আছে। ছোট ছোট কাজ বা অভ্যাসই পারে টাকা নামের সোনার হরিণকে খাঁচায় আটকে রাখতে।
সেভিংসের শুরু হোক আজ থেকেই
টাকা জমানোর প্রশ্ন এলেই দেখা যায় সবাই এর পক্ষে। সবাই টাকা জমানোর প্রয়োজনীয়তা সম্বন্ধে জানেন, কিন্তু কতজন টাকা জমান? এ প্রশ্নের পরিপ্রেক্ষিতে দেখা যায় হাত উঠেছে গুটিকয়েক। সেভিংস কথাটা শুনতে যত সহজ লাগে, কাজটা ঠিক ততটাই কঠিন। আর এই কঠিন কাজ করতে হলে আপনার জীবনের অনেক শখ, আহ্লাদও বিসর্জন দিতে হয়। কিন্তু সেভিংস এমন একটা ওষুধ, যেটা খেতে বিস্বাদ হলেও ফল অত্যন্ত মিষ্টি। তাই করতে হবে বা করা উচিত—এসব ধাপ পেরিয়ে আজ থেকেই শুরু হোক টাকা জমানো।