![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-05%252F6d7ebfcf-c384-4b42-a388-eafe0aad750d%252Fjeetu_kamal_to_play_new_detective_rafiath_rashid_mithila_new_sleuth_detective_bengali_film_aranyer_p.webp%3Frect%3D83%252C0%252C800%252C533%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
মিথিলা এবার কার সঙ্গে জুটি হয়ে আসছেন?
প্রথম আলো
প্রকাশিত: ৩০ মে ২০২৪, ০৯:৫২
গত বছর কলকাতায় মুক্তি পায় রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত ‘মায়া’। এই ছবি দিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় অভিষেক হয় বাংলাদেশি এই মডেল-অভিনেত্রীর। কলকাতায় তাঁর দ্বিতীয় ছবি ‘ও অভাগী’ও মুক্তি পেয়েছে কিছুদিন আগে।
এবার এল বাংলাদেশি অভিনেত্রীর আরেক সিনেমা ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’-এর টিজার। দুলাল দে পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী জুলাই মাসে। খবর আনন্দবাজার অনলাইনের
- ট্যাগ:
- বিনোদন
- মিথিলা
- জুটি
- তারকা জুটি