চ্যাটবট কি মানুষের মতো বুদ্ধিমান হতে পারবে
প্রথম আলো
প্রকাশিত: ২৯ মে ২০২৪, ২১:২০
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা অনেক বছর ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করছে। মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন। তাঁর বিশ্বাস, কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তার (এজিআই) বিকাশ কোনো প্রযুক্তিনির্ভর বিষয় নয় বরং এটি বৈজ্ঞানিক সমস্যা। ইয়ান লেকুন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বৃহৎ ভাষাকেন্দ্রিক মডেল বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) চ্যাটজিপিটি ও জেমিনির মতো এআই চ্যাটবটকে শক্তি দেয়। এসব মডেল যুক্তি বা পরিকল্পনার ক্ষেত্রে কখনোই মানুষের সমকক্ষ হতে সক্ষম হবে না।
ব্রিটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাত্কারে লেকুন বলেন, বিভিন্ন এআই মডেলের বর্তমানে যুক্তি সম্পর্কে খুব সীমিত ধারণা রয়েছে। তারা ভৌত জগৎ তেমন একটা বোঝে না। এসব মডেলের স্থায়ী স্মৃতিশক্তি থাকে না। অনেক কিছুর যুক্তিসংগত সংজ্ঞা দিতে পারে না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- চ্যাট
- মানুষ
- বুদ্ধিমান মানুষ