শেয়ারবাজারে বড় দরপতন, ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন সূচক
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৯ মে ২০২৪, ২০:৩৫
দরপতনের ধারা থেকে কিছুতেই বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। দিন যত যাচ্ছে তত খাদের মধ্যে তলিয়ে যাচ্ছে শেয়ারবাজার। প্রতিদিনই পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে বাড়ছে হাহাকার। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও (২৯ মে) শেয়ারবাজারে দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক।
সেই সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও।