You have reached your daily news limit

Please log in to continue


দেশি খাবার খেতেই ভালোবাসেন কৃতি স্যানন

গত ২৩ মে কৃতি স্যাননের বলিউড পাড়ায় পদার্পণের ১০ বছর হলো। ২০১৪ সালের ২৩ মে ‘হিরোপান্তি’ চলচ্চিত্রের মাধ্য়মে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তবে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী থেকে পদকপ্রাপ্ত বলিউড তারকা হয়ে ওঠা তাঁর জন্য সহজ ছিল না। এক ভিডিও বার্তায় এমনটাই বলেছেন তিনি। সম্প্রতি ‘ক্রু’ সিনেমার মাধ্যমেও বেশ আলোচনায় এসেছেন এ তারকা। দর্শক মহলে প্রশংসিত হয়েছে শহিদ কাপুরের সঙ্গে অভিনীত ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমার গানগুলো। নিজের ইনস্টা হ্যান্ডেলে বরাবরই আপডেট থাকতে পছন্দ করেন এ তারকা। অভিনয় ক্যারিয়ারের ১০ বছর পূর্তিতে জেনে নিন তাঁর জীবনযাপনের টুকিটাকি।

কৃতির ভাষ্য, জীবন নিয়ন্ত্রণ করতে হবে নিজেকেই। খাওয়াদাওয়া, ব্যায়াম, কাজ কোনো কিছুই প্রয়োজনের অতিরিক্ত করার দরকার নেই। আর এর লাগাম ধরতে হবে নিজেকে।

ছিপছিপে গড়ন দেখে বোঝার উপায় নেই যে কৃতি স্যানন খেতে বড্ড ভালোবাসেন। তবে নিয়মিত কুসুম গরম পানি পান আর ব্যায়াম তাঁর ওজন বাড়তে দেয় না। জিম শেষে প্রোটিন শেক ও প্রোটিন বার তাঁকে শক্তি ধরে রাখতে সহায়তা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন