ত্বকের যত্নে সিট্রিক অ্যাসিড ব্যবহারের আগে যা জানা প্রয়োজন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ মে ২০২৪, ১৪:২৩
মসৃণ ত্বক লাভ করতে এই শক্তিশালী উপাদান ব্যবহার করা হয়।
সিট্রিক বা টক ধরনের ফলে থাকা প্রাকৃতিক উপাদান সিট্রিক অ্যাসিড দিয়ে নানান ধরনের রূপচর্চার সামগ্রী তৈরি করা হয়।
সাধারণত ‘এক্সফলিয়েট’ করার পাশাপাশি উজ্জ্বল করা ছাড়াও ত্বক পরিচর্যার নানান এক্ষেত্রে এই অ্যাসিড কাজে লাগে।
এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের রূপচর্চার প্রসাধনী তৈরির প্রতিষ্ঠান ‘ফেইস রিয়ালিটি স্কিনকেয়ার’য়ের রূপবিশেষজ্ঞ ও উন্নয়ন ব্যবস্থাপক অ্যালেক্স হার্নানডেজ বলেন, “সিট্রিক অ্যাসিড হল ‘আলফা হাইড্রোক্সি অ্যাসিড (এএইচএ), যা প্রাথমিকভাবে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজের মাধ্যমে ত্বকের ক্ষারীয় মাত্রার সমন্বয় ও পুনরুদ্ধারে কাজ করে।”
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের পরিচর্যা