ফ্লাইট ঘোরাতে বাধ্য করতে মাঝ আকাশে উড়োজাহাজে নগ্ন হয়ে হাঁটলেন যাত্রী

www.ajkerpatrika.com অস্ট্রেলিয়া প্রকাশিত: ২৯ মে ২০২৪, ১৪:০৩

মাঝ আকাশে একটি ফ্লাইটে ভরপুর যাত্রীদের সামনে নগ্ন হয়ে গিয়েছিলেন এক যাত্রী। তাঁর উদ্দেশ্য ছিল উড়োজাহাজটিকে গন্তব্যের দিকে যেতে না দিয়ে আবারও প্রারম্ভিক স্টেশনে ফিরে যেতে বাধ্য করা। সেটা করতে তিনি অবশ্য সফল হয়েছেন। তবে অবতরণের পরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 


ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ একটি ফ্লাইটে। ফ্লাইটটি দেশটির পার্থ থেকে মেলবোর্নের দিকে যাচ্ছিল। সেই ফ্লাইটেই এক যাত্রী দুই সারি সিটের মাঝে গিয়ে কাপড়চোপড় খুলে নগ্ন হয়ে পড়েন এবং পাইলট কেবিনের দিকে এগিয়ে যেতে থাকেন। এ সময় একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট তাঁকে বাধা দিতে চাইলে সেই যাত্রী তাঁকেও মারধর করে শুইয়ে ফেলেন। পরে অপর এক যাত্রী সেই নগ্ন ব্যক্তিকে পাকড়াও করেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে