একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সব দলের জার্সি
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৯ মে ২০২৪, ১৩:৩৪
পাকিস্তান এবং ইংল্যান্ড নিজেদের খানিক দুর্ভাগা ভাবতেই পারে। বিশ্বকাপের প্রস্তুতির জন্য দুই দল সিরিজ খেলছে যুক্তরাজ্যে। কিন্তু বৃষ্টিবাঁধায় সেই খেলা হচ্ছে কই! সে তুলনায় যুক্তরাষ্ট্রে পরিস্থিতি খানিক ভালো। বিশ্বকাপে অংশ নিতে প্রায় সব দলই এখন জড়ো হয়েছে আটলান্টিক পাড়ের দেশ যুক্তরাষ্ট্রে। কেউ আছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।
সপ্তাহ না ঘুরতেই হাজির হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেট বিশ্বের চোখ এখন আটলান্টিক পাড়ের ক্রিকেট উৎসবে। ২০ দলের তিন শতাধিক খেলোয়াড়রা। আছে কোচিং প্যানেলের মেধাবী সব মুখ। গণমাধ্যম, ভক্ত সবাই উন্মুখ বিশ্বকাপের উন্মাদনায়।
বিশ্বকাপ উন্মাদনার বড় এক অনুষঙ্গ জার্সি। বিশ্বকাপ এলেই নতুন জার্সিতে হাজির হয় দলগুলো। ২০ দলের এবারের আসরে জার্সিতেও আছে নানা রঙ। নিউজিল্যান্ড আর নেদারল্যান্ড ফিরিয়ে এনেছে তাদের পুরাতন ঐতিহ্যবাহী জার্সি।