![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/05/29/maamun.jpg?itok=8OD7CfIS×tamp=1716955954)
প্রার্থীর বরাদ্দ কাঠি আইসক্রিম, ব্যালটে কুলফি
তৃতীয় ধাপে বগুড়ায় উপজেলা নির্বাচনে প্রতীক নিয়ে বিভ্রান্তির শিকার হয়েছেন একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।
প্রার্থীর অভিযোগ, ভোটাররা কেন্দ্রে যাওয়ার পর তাকে ভোট দিতে গিয়ে প্রতীক খুঁজে পাচ্ছেন না।
বগুড়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইফতারুল ইসলাম মামুন নিজেও কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখেন, তার বরাদ্দকৃত কাঠি আইসক্রিমের জায়গায় ব্যালটে প্রতীক দেওয়া হয়েছে কোন বা কুলফি আইসক্রিমের।
মামুন শহরে এসে সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন। বিষয়টি নিয়ে কথা বলেন রিটার্নিং কর্মকর্তার সঙ্গেও। কিন্তু কোনো সমাধান পাননি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
প্রথম আলো
| নির্বাচন কমিশন কার্যালয়
১১ মাস আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে