৭৯ হাজারে মালয়েশিয়া এখন ৬ লাখ টাকা
সমকাল
প্রকাশিত: ২৯ মে ২০২৪, ১০:৩১
মালয়েশিয়া যেতে সরকার নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকা। শেষ সময়ে এসে ভিসা পাওয়া কর্মীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকা। আগামী শুক্রবার বন্ধ হবে মালয়েশিয়ার শ্রমবাজার। আগে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা নিলেও শেষ সময়ে আরও দেড়-দুই লাখ টাকা বাড়তি নিচ্ছে রিক্রুটিং এজেন্সি ও দালালরা।
ঢাকা-কুয়ালালামপুরের বিমান ভাড়া ২৫ হাজার থেকে বেড়ে হয়েছে লাখ টাকার বেশি। রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও লাখ টাকা ভাড়া নিচ্ছে। মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক অনুযায়ী, বিমান ভাড়া নিয়োগকারীর দেওয়ার কথা থাকলেও তা যাচ্ছে কর্মীর পকেট থেকে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ভাষ্য, ছয়-সাত গুণ বাড়তি অভিবাসন ব্যয়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি।