দিল্লির বৈঠকে থাকবেন না মমতা, ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন

প্রথম আলো প্রকাশিত: ২৮ মে ২০২৪, ২০:০০

ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফা ভোট আগামী ১ জুন। ওই দিনই দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক ডাকা হয়েছে। তবে এতে সবাই যোগ দিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, ওই দিন বৈঠক হলে তাঁর পক্ষে যোগ দেওয়া কঠিন। কারণ, সেদিন রাজ্যের ৯টি আসনে ভোট রয়েছে। তা ছাড়া ঘূর্ণিঝড় রিমালের কারণে গৃহহীন মানুষের মধ্যে ত্রাণের ব্যবস্থা নিয়ে তিনি ব্যস্ত থাকবেন।


১ জুন দিল্লিতে ওই বৈঠক ডেকেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মমতা প্রথমেই নিজের গরহাজিরার সম্ভাবনার কথা জানিয়ে দেওয়ায় ভোট–পরবর্তী জোটের ভবিষ্যৎ নিয়েও নানা রকম প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূল নেত্রী অবশ্য বলেননি, তাঁর হয়ে অন্য কাউকে ওই বৈঠকে পাঠানো হবে কি না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও