You have reached your daily news limit

Please log in to continue


আমি ফেল করা লোক না যে ফেল করেছি: ডিপজল

বেশ কিছুদিন আগে শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে আবারও এফডিসিতে অস্থিরতা। প্রথমে ভোটের ফল মেনে নিলেও নির্বাচনের এক মাস পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সমিতির নির্বাচনের ফলাফল বাতিল এবং নতুন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে চিত্রনায়িকা নাসরিন আক্তার ওরফে নিপুণ আক্তার ১৪ মে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০ মে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। ভোটে অনিয়মের অভিযোগে ঢাকার সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাগুলো (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) কর্তৃপক্ষকে অনুসন্ধান করতে এবং সমিতির সাধারণ সম্পাদক হিসেবে মনোয়ার হোসেন ডিপজলকে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেয়।


হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ডিপজল আবেদন করেন, যার ওপর সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি হয়। শুনানি শেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে মনোয়ার হোসেন ডিপজলকে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ডিপজলের করা এক আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম সোমবার এ আদেশ দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন