‘অবাক ভালোবাসা’ গানের পেছনের গল্প জানেন কি
প্রথম আলো
প্রকাশিত: ২৮ মে ২০২৪, ১৯:৩৮
১৯৯৪ সালে প্রকাশিত ওয়ারফেজের দ্বিতীয় অ্যালবাম ‘অবাক ভালোবাসা’র শিরোনাম সংগীত ছিল এটি। অ্যালবামটি প্রকাশের পর শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। মূল গানটি ওয়ারফেজের সাবেক ভোকালিস্ট বাবনা করিমের লেখা ও সুর করা। তিন দশক পর আবার নতুন করে আলোচনায় গানটি।
কোক স্টুডিও বাংলায় গানটির নতুন সংস্করণ প্রকাশের পর থেকেই এ আলোচনার সূত্রপাত। গানটি অনেককেই ভাসিয়েছে নস্টালজিয়ায়। নতুন সংস্করণটির সংগীতায়োজন ও পারফরম্যান্সে ওয়ারফেজের পাশাপাশি ছিল কোক স্টুডিও বাংলা টিম। কিন্তু এত আলোচনা হওয়া গানটির পেছনের গল্প জানেন কি?