অ্যাড ব্লকার থাকলে ইউটিউব ভিডিও দ্রুত শেষ হয়ে যাওয়ার অভিযোগ
অ্যাড ব্লকারসহ ইউটিউব অ্যাপ ব্যবহার করেন এমন অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, ইউটিউবে ভিডিও দেখার সময় সেটি স্কিপ করে একবারে শেষভাগে চলে যাচ্ছে। ফলে পুরো ভিডিও দেখা যাচ্ছে না। দেখার সময় হুট করেই স্কিপ করে ভিডিও শেষভাগে চলে যাচ্ছে।
চলতি সপ্তাহ থেকে অ্যাড ব্লকার ব্যবহারকারীরা এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ। স্কিপ করে ভিডিও শেষভাগে যাওয়ার পর পুনরায় ভিডিও চালু করলেও একই সমস্যা দেখা দিচ্ছে বলে ব্যবহারকারীরা অভিযোগ করেছেন। শুধু অ্যাড ব্লকার থাকলেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ অনেক ব্যবহারকারী অ্যাড ব্লকার ডিসঅ্যাবল করার পর আর এমন সমস্যার সম্মুখীন হননি। এ ছাড়া ব্যবহারকারী ভিডিওর কোনো অংশ টেনে অন্য অংশে যেতে চাইলেও এমন সমস্যা হচ্ছে। অনেকেই বলছেন, অ্যাড ব্লকার ব্যবহার বন্ধে ইউটিউব এমন সমস্যা তৈরি করছে। কারণ, সম্প্রতি অ্যাড ব্লকার যাতে ব্যবহৃত না হয়, এ জন্য নানা উদ্যোগ নিয়েছে ইউটিউব।