You have reached your daily news limit

Please log in to continue


আলোচিত সেই শিশু দুই বছরেই আয় করেছে ৬ কোটি টাকা

মাত্র ৬ বছর বয়সেই বিজ্ঞাপনচিত্রের ক্যামেরার সমানে দাঁড়ায় শিশুটি। আর ৯ বছর বয়সেই টেলিভিশন অভিনয়ের হাতেখড়ি। বছরে একটি কখনো দুটি করে কাজ করতে থাকে। সেই হিসাবে বলতে গেলে দুই বছরের ক্যারিয়ার। এই সময়েই সে হয়ে উঠেছে হলিউডের জনপ্রিয় শিশু চরিত্রের অভিনেত্রী। শুধু তাই নয়, গত দুই বছরেই তার ৫ লাখ ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি টাকার বেশি। এই শিশুর নাম আলায়লা ব্রাউন। চিনতে পেরেছেন তিনি কে? ‘ম্যাড ম্যাক্স’ ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ কিস্তি ‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’ সিনেমার ‘ফিউরিওসা’র শিশু চরিত্রের অভিনেত্রী এই আলায়লা।

আলায়লা ব্রাউন প্রথম অভিনয় করেন ২০১৯ সালে। সেই সময় অল্প কিছু পারিশ্রমিক পেয়েছিলেন। টিভি সিরিজ ‘মিস্টার ইনবিটুইন’ দিয়ে শুরু। সেই বছর আর কাজের সুযোগ হয়নি। পরের বছরও একটি সিনেমায় একটি মাত্র কাজের সুযোগ হয়। ২০২২ সালটা যেন তাঁর ভাগ্য বদলে দেয়। তাতিয়ানা চরিত্রে ‘নাইন পারফেক্ট স্ট্রেঞ্জার’ সিরিজে নিকোল কিডম্যানের মেয়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। রহস্য ও থ্রিলার এই সিরিজ তাঁর ভাগ্য এতটা বদলে দেবে সেটা ভাবনার বাইরেই ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন