![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2024May/egypt-israel-flag-280524-01-1716875146.jpg)
মিশর-ইসরায়েল সীমান্তে গোলাগুলি, মিশরীয় সেনা নিহত
গাজার দক্ষিণাঞ্চলীয় নগরী রাফার কাছে মিশর-ইসরায়েল সীমান্তে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে গোলগুলিতে এক মিশরীয় সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
উভয় দেশের সামরিক বাহিনী থেকে ঘটনাটি তদন্ত করে দেখার কথা জানানো হয়েছে বলে জানায় বিবিসি।
ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। এ বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি। গোলাগুলিতে ইসরায়েলি কোনো সেনা হতাহত হয়েছে কিনা সে বিষয়েও তারা কিছু জানায়নি।