শতভাগ এডিপি বাস্তবায়নে এখন প্রতিদিন খরচ করতে হবে ২,১১৫ কোটি টাকা
চলতি ২০২৩–২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) যত টাকা খরচ হয়েছে, বাকি দুই মাসে তার চেয়ে বেশি অর্থ খরচ করতে হবে। চলতি অর্থবছরের ১০ মাস পেরিয়ে গেলেও এডিপি বাস্তবায়নে চমক নেই। গত জুলাই-এপ্রিল সময়ে এডিপির অর্ধেকও বাস্তবায়িত হয়নি। এই সময়ে এডিপির মাত্র ৪৯ শতাংশ বাস্তবায়িত হয়েছে। ১০ মাসের হিসাবে বাস্তবায়নের এ চিত্র গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জুলাই-এপ্রিলের মাসের এডিপি বাস্তবায়নের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে। সেখানে এই তথ্য পাওয়া গেছে।
আইএমইডি সূত্রে জানা গেছে, গত ১০ মাসে (জুলাই-এপ্রিল) এডিপি বাস্তবায়নে খরচ হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩১৫ কোটি টাকা, যা চলতি এডিপিতে বরাদ্দ করা অর্থের ৪৯ দশমিক ২৬ শতাংশ। চলতি অর্থবছরের সংশোধিত এডিপির আকার ২ লাখ ৫৪ হাজার ৩৫১ কোটি টাকা। সেই হিসাবে এডিপি শতভাগ বাস্তবায়ন করতে হলে মে ও জুন মাসে প্রায় ১ লাখ ২৯ হাজার ৩৬ কোটি টাকা খরচ করতে হবে। অর্থাৎ মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রতিদিন গড়ে খরচ করতে হবে ২ হাজার ১১৫ কোটি টাকা।