এভাবেই কি হারিয়ে যাবে ব্রাদার্স

প্রথম আলো প্রকাশিত: ২৮ মে ২০২৪, ১২:৪৪

রামকৃষ্ণ মিশন আর হাটখোলা রোড যে জায়গায় মিলেছে, সেখান থেকে হাতের বাঁ দিকে চলে যাওয়া রাস্তার ঠিক পাশেই ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। ফটকের ওপরে সাইনবোর্ড। মলিন, রং ওঠা এই সাইনবোর্ডটাই যেন বলে দিচ্ছে অনেক কিছু।


দেশের খেলাধুলায় একসময়ের অন্যতম শক্তি ব্রাদার্সের বর্তমানটা ওই সাইনবোর্ডের মতোই মলিন, অনুজ্জ্বল। যে ক্লাব একসময় ছিল দেশের ফুটবলের অন্যতম শক্তি, তারাই এখন লড়ছে অস্তিত্ব টিকিয়ে রাখতে। কিন্তু সেই অস্তিত্বের লড়াইয়েও যেন হারই নিয়তি। এবার আবারও প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপ লিগে নেমে গেছে দলটা। সেই দায় নিয়ে কাল ক্লাবটির ডিরেক্টর ইন চার্জের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মহিউদ্দিন আহমেদ মহি, যিনি কিনা আবার বাফুফেরও সহসভাপতি। প্রথম আলোকে তিনি ব‌লেছেন, ‘দল ব‌্যর্থ হ‌য়ে‌ছে। আমি ব্যর্থতার দায়ভার কাঁধে নি‌য়ে পদ ছে‌ড়ে দি‌চ্ছি। তবে আমি ক্লাবের পরিচালক পদে থাকব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও