![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2024May/musk-reuters-260524-01-1716819378.jpg)
এক্সএআই’র জন্য সুপারকম্পিউটার বানাবেন মাস্ক?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ মে ২০২৪, ২১:১৯
ইলন মাস্কের এআই কোম্পানি ‘এক্সএআইয়ের চ্যাটবট ‘গ্রক’কে আরও উন্নত করতে তিনি একটি সুপারকম্পিউটার তৈরির পরিকল্পনা করছেন --এমনই উঠে এসেছে এক প্রতিবেদনে।
এ মাসের শুরুতে বিনিয়োগকারীদের মাস্ক বলেন, ২০২৫ সালের শরতের মধ্যেই একটি সুপারকম্পিউটার তৈরির পরিকল্পনা করছে তার স্টার্টআপ কোম্পানিটি।