![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-05%252Fcc08622d-f7ad-49a6-9db4-d3a5e7dc6129%252F17eb34fb-c358-4a74-b862-9daeb0bcdf81.png%3Frect%3D0%252C0%252C599%252C399%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
বিমানের নতুন এমডি হয়েছেন জাহিদুল ইসলাম ভূঞা
প্রথম আলো
প্রকাশিত: ২৭ মে ২০২৪, ২০:৪৪
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন মো. জাহিদুল ইসলাম ভূঞা। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়ে জানানো হয়েছে।
বিসিএস (প্রশাসন) ১৮তম ব্যাচের কর্মকর্তা জাহিদুল ইসলাম বিমানের বর্তমান এমডি শফিউল আজিমের স্থলাভিষিক্ত হবেন। শফিউল আজিমকে সম্প্রতি নির্বাচন কমিশন সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- নতুন
- এমডি
- বিমান