![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-05%252F7dfd3451-7740-4add-a8ba-58b163e56710%252FHumboldt_University_1.jpg%3Frect%3D0%252C0%252C670%252C447%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
লাথি-ঘুষি মেরে এবং গলা চেপে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ দমন করছে পুলিশ
প্রথম আলো
প্রকাশিত: ২৭ মে ২০২৪, ২০:৩৮
‘আমরা শিক্ষার স্বাধীনতা বিপন্ন হতে দেখছি। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটা শুরু হয়েছে।’ এভাবে কথা বলছিলেন বার্লিন ফ্রি ইউনিভার্সিটির স্নাতকের শিক্ষার্থী সিসিলিয়া।
হামাসের ৭ অক্টোবরের হামলার পর সিসিলিয়ার বিশ্ববিদ্যালয় (ফ্রি ইউনিভার্সিটি) ইসরায়েলের সমর্থনে একটি পক্ষপাতদুষ্ট বিবৃতি প্রকাশ করে। এর পর থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ইসলামভীতি–সংক্রান্ত হয়রানি বাড়তে থাকে। এ পরিস্থিতিতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের দাবিতে সিসিলিয়া ও আরও কয়েকজন মিলে একটি কমিটি গঠন করেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- শিক্ষার্থী
- ঘুষি
- লাথি