সুপার লিগ নিয়ে ফিফা ও উয়েফা ‘ক্ষমতার অপব্যবহার করেছে’: স্পেনের আদালত
প্রথম আলো
প্রকাশিত: ২৭ মে ২০২৪, ২০:৩০
ইউরোপিয়ান সুপার লিগের বিরোধিতা করে ফিফা ও উয়েফা ‘ক্ষমতার অপব্যবহার’ এবং ‘মুক্ত প্রতিযোগিতা প্রতিরোধ’ করেছে বলে আজ রায় দিয়েছেন স্পেনের আদালত। এই রায়ের মধ্য দিয়ে স্পেনের আদালত ইউরোপের সর্বোচ্চ আদালত ‘ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস’ (ইসিজে)–এর রায়ের সঙ্গেই সুর মেলাল।
ইউরোপের সর্বোচ্চ আদালত এর আগে সুপার লিগ নিয়ে ফিফা এবং উয়েফাকে ‘প্রতিদ্বন্দ্বিতাবিরোধী আচরণ বন্ধ করা’র নির্দেশ দিয়েছিলেন।
- ট্যাগ:
- খেলা
- উয়েফা সুপার কাপ
- ফিফা
- সুপার লিগ