![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-05%252F151eebf6-b8f7-48b8-94d3-a7beac5e3f12%252Fpexels_photo_6941099.jpg%3Frect%3D238%252C0%252C2561%252C1707%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
হজে গিয়ে ডায়াবেটিক রোগীরা ইনসুলিন ব্যবহারের বেলায় যা মনে রাখবেন
প্রথম আলো
প্রকাশিত: ২৭ মে ২০২৪, ১৭:৪০
বিপুলসংখ্যক ডায়াবেটিসের রোগী প্রতিবছর পবিত্র হজ পালন করে থাকেন। তাঁদের অনেকেই টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত, যাঁরা সরাসরি ইনসুলিন নির্ভরশীল। টাইপ-২ ডায়াবেটিস রোগীদেরও অনেকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করছেন। হজ পালনকালে ভিনদেশের প্রতিকূল আবহাওয়ায় দৈনন্দিন রুটিন অনেকটা বদলে যায়। সে কারণে ইনসুলিন ব্যবহারকারীদের বাড়তি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তাই হজ পালনকারীদের সতর্ক থাকতে হবে।
হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি
হজের সময় হাইপোগ্লাইসেমিয়া (রক্তে গ্লুকোজ কমে যাওয়া) হওয়ার ঝুঁকি অনেক। এ সময় অনেক হাঁটতে হয়। একটি পরিসংখ্যান বলছে, হজ পালনকালে কোনো কোনো হজযাত্রী সর্বোচ্চ ৬৪ কিলোমিটার পর্যন্ত হেঁটে থাকেন। পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে ইনসুলিন রক্তে দ্রুত মিশে যায়। আবার অনেক সময় খাবারের রুটিন মেনে চলা সম্ভব হয় না। এসব কারণে হাইপোগ্লাইসেমিয়ার আশঙ্কা বাড়ে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ডায়াবেটিস
- ইনসুলিন
- বিপাকে রোগীরা