আকাশে ওড়ার বিড়ম্বনাগুলো
লেখাটা যখন শুরু করেছি, তখনো হাতের কাছে পরিচয় প্রকাশিত হয়, এমন সব ডকুমেন্ট আমার হাতে রাখতে হচ্ছিল। যদিও দেখাতেই হবে কাউকে, এমন নয়, কিন্তু যেকোনো সময় পুলিশ এসে পরিচয়পত্র চাইতে পারে। সাবওয়েতে চলার সময় অহরহই ঘোষণা দেওয়া হয়, যে কারও ব্যাগ যেকোনো মুহূর্তে পুলিশ এসে পরীক্ষা করতে পারে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে রওনা দিয়ে ঢাকা পর্যন্ত পথেও পাসপোর্ট আর বোর্ডিং পাস খুবই জরুরি।
ঢাকায় এসে পড়লে পরিচয়পত্রটা আর ততটা দরকার হয় না। এখনো আমাদের দেশের সব মানুষ তার জাতীয় পরিচয়পত্র পায়নি।
- ট্যাগ:
- মতামত
- বিড়ম্বনা
- গ্রাহক বিড়ম্বনা
- ‘ও আকাশ’