চোখের পলক শনাক্ত করে এমন সেন্সর তৈরির দাবি বিজ্ঞানীদের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ মে ২০২৪, ১৯:৪৫
সম্প্রতি এমন এক সেন্সর প্রযুক্তির স্মার্ট চশমা বানানোর দাবি করেছেন গবেষকরা, যার মাধ্যমে চোখের পলক শনাক্ত করা যাবে। আর একে স্মার্ট চশমার জগতে যুগান্তকারী উদ্ভাবন হিসেবে দেখছেন তারা।
এ নতুন প্রযুক্তিটি অনেকটা এমন যে, চশমাটি আপনার ত্বককে স্পর্শ না করেও কখন আপনি চোখের পলক ফেলতে পারেন তা বুঝতে পারে। গবেষকরা বলছেন, তাদের বানানো কোমল ও নমনীয় পর্দা বা ফিল্ম ঠিক এভাবেই কাজটি করতে পারে।
খুব কাছাকাছি কোনো বস্তুর উপস্থিতি শনাক্ত করার জন্য ডিজাইন করা এই নতুন প্রযুক্তিটি বিভিন্ন স্মার্ট ডিভাইসে কীভাবে কাজ করে সে বিষয়ে বিপ্লব ঘটাতে পারে বলে প্রতিবেদনে লিখেছে নোরিজ।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্ট চশমা
- সেন্সর