রেমালের তাণ্ডব, কুয়াকাটায় একজনের মৃত্যু
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাগর ও নদীর পানি ৩ থেকে ৫ ফুট বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে উপকূলে তাণ্ডব শুরু হয়ে গেছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ও ঝড়োবাতাস বইছে। পটুয়াখালীর কুয়াকাটায় শরীফুল নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পায়রা বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।
শরীফুল ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের আ. রহিমের ছেলে।