![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/05/15/3331edd39771459b9f031a350431bf4e-6644c419e37f6.jpg)
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে ১২ ও ১৩ জুলাই
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৬ মে ২০২৪, ১৯:১৫
১৮তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে ৮ বিভাগীয় শহরের জেলা প্রশাসককে চিঠি দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
আজ রোববার এনটিআরসিএ-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ১২ ও ১৩ জুলাই (শুক্র ও শনিবার) অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে ইতিমধ্যে ৮টি বিভাগীয় শহরের (বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট) জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। শিগগিরই পরীক্ষার তারিখ চূড়ান্ত করে বিজ্ঞপ্তি দেওয়া হবে।’