বিশ্বের সবচেয়ে উঁচু-লম্বা ষাঁড়

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২৬ মে ২০২৪, ১১:৩৯

ছয় বছর বয়সী রোমিও বিশ্বের সবচেয়ে উঁচু ষাঁড়ের খেতাব জিতে নিয়েছে। হোলস্টেইন জাতের এই ষাঁড় লালন-পালন করা হয় যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যে পশুদের এক অভয়ারণ্যে। মাটি থেকে এটির উচ্চতা ৬ ফুট ৪ দশমিক ৫ ইঞ্চি।


গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, রোমিও আগের রেকর্ডধারী টমির তুলনায় তিন ইঞ্চি লম্বা।


রোমিওর মালিক মিস্টি মোর এই ষাঁড়কে অত্যন্ত ভদ্র স্বভাবের বলে দাবি করেছেন। এই এঁড়ে বাছুর যুক্তরাষ্ট্রে সাধারণত খাওয়ার মাংসের জন্য লালন-পালন করা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও