You have reached your daily news limit

Please log in to continue


খিচা কাভারাস্কেইয়ার জন্য পিএসজির ১০ কোটি ইউরোর প্রস্তাব

মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে আছেন খিচা কাভারাস্কেইয়া। ইতালির সিরি ‘আ’–এর ক্লাব নাপোলির হয়ে এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪৪ ম্যাচ খেলে জর্জিয়ার উইঙ্গার করেছেন ১১ গোল, সতীর্থদের ৯টি গোলে রেখেছেন ভূমিকা।

দুর্দান্ত এই পারফরম্যান্সে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজর কেড়েছেন কাভারাস্কেইয়া। তার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ফ্রান্সের ক্লাব পিএসজি। কিলিয়ান এমবাপ্পের অভাব পূরণ করতে কাভারাস্কেইয়াকে খুব করেই চাইছে তারা। ইতালির ক্রীড়া দৈনিক গাজেত্তা দেল্লো স্পোর্তের খবর অনুযায়ী, এরই মধ্যে কাভারাস্কেইয়ার জন্য ১০ কোটি ইউরোর (১ হাজার ২৭১ কোটি টাকা) প্রস্তাব দিয়েছে প্যারিসের ক্লাবটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন