‘প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব’ এমন গ্রহের সন্ধান মিলল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ মে ২০২৪, ১৬:৪৯

সম্প্রতি পৃথিবীর ‘কাছাকাছি’ প্রাণের অস্তিত্ব থাকতে পারে এমন এক নতুন গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।


‘গ্লিস ১২বি’ নামের নতুন গ্রহটির তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। যার মানে, বাসযোগ্য হতে পারে গ্রহটি। মূলত কয়েকটি পরিচিত গ্রহের মধ্যে একটি ‘গ্লিস ১২বি’, যেখানে মানুষের পক্ষ্যে বেঁচে থাকা তাত্ত্বিকভাবে সম্ভব বলে দাবি বিজ্ঞানীদের।


“এটি মানুষের জন্য অস্বস্তিকর হলেও যেভাবে আমরা ‘বাসযোগ্যতা’র বিষয়টি সংজ্ঞায়িত করি তা হল, গ্রহের পৃষ্ঠে তরল পানির উপস্থিতি, যা এ নতুন গ্রহটিতে থাকতে পারে,” বলেছেন ‘ইউনিভার্সিটি অফ এডিনবার্গ’-এর অ্যাস্ট্রোফিজিক্স বিভাগের পিএইচডি শিক্ষার্থী ল্যারিসা প্যালেথর্প।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও